বংশে পুরোনো রোগ,
দিনে দু’প্যাকেট সিগারেট খাই।
হৃদয়টা কোনদিনই ভালো ছিলো না কমরেড।
শুক্লাকাশে নক্ষত্রের রাত কেমন দেখায়, তা জানি নাকি জানি নাতো!
ভাবতে হবে বলে কোনদিন ভাবি নি, কেবল ফুরিয়েছে সময়।
যেমন ফুরিয়েছে শৈশবের রঙীন ডালপালা, চক্রাকার শনির বলয়।
বৃহষ্পতিকে সত্য মেনে, আজও তবুও জীবন লেখা যায়।
কেননা জীবন পুরোটাই সত্য, কাঁচা হাতে লেখা।
একটু থামুন, সব কিছু ভেঙ্গে পড়বার আগে দয়া করে একটু থামুন।
পৃথিবী এখনো ফুরিয়ে যায় নি, এখনো প্রেমে পড়ে যায় মানবসম্প্রদায়।
যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ আজো তারা ভুলে যায় নি।
আজো তারা বাঁচতে ভালোবাসে।
আমার কেবল নষ্ট হলো ঘ্রাণেন্দ্রিয়, শ্বাস নেই বড়ো দূর্বল।
শীত করলে টেনে নেই চাদর, গরম জলেই চলে শ্বাস প্রস্বাস।
মনে পড়ে বহুবার কাছে টেনেছি নারীকে, সভ্যতার স্পর্শে ভাঙতে চেয়েছি শাসকের ইমারত৷
চুমু কিংবা চিৎকারে আমি চিরকালই আগ্রহী।
প্রেম এবং বিদ্রোহ এভাবেই চিরকাল চলমান থাকবে।
কেননা আমি জানি মানুষ এখনো বাঁচতে ভালোবাসে।
মানুষ এখনো ছেড়ে এগোতে জানে।
আমার হৃদয়টা কোনদিনই ভালো ছিলো না হে শৈশব।
চোখটাই ছিলো প্রিয়।
এই পৃথিবীর ঘাস, নদী, মেঘ ও বিপ্লব আমি দেখেছি।
ভালোবেসেছি নারীদের, ভালোবেসেছি একটা ছোট শাদা ফুল।
আর যা কিছুই দেখেছি আমার প্রিয়, তাদেরই কেবল দেখতে ইচ্ছা হয়।
একটা প্রিয় গানের মতো সব কিছুই ছেড়ে যাওয়া যায়? যায় নাকি?
2020-11-13