কী ভীষণ ধ্বংস হয়ে যাচ্ছি আবু লাহাবের মতো,
তুমি বসে আছো লাওহে মাহফুজে, একা।
আমি ভেসে যাচ্ছি আমি ভেসে যাচ্ছি, ঠাঁই মিলছে না নূহ নবীর নৌকায়।
তুমি বার বার মুরতাদ ভেবে প্রত্যাখ্যান করছো প্রিয়তমা,
শয়তানের মতো অভিশপ্ত হয়ে- বৃথা যাচ্ছে সমস্ত জিকির।
আমি তোমাকেই দেখছি, জাহান্নামে পুড়ে যাচ্ছে সমস্ত বৃক্ষ।
সমস্ত পাতায় জ্বলছে আগুন, কেবল তোমাকেই দেখছে আমার বিশ্বাসী হৃদয়।
তবু ভেসে যাচ্ছি, তবু পুড়ে যাচ্ছি, ঠাঁই মিলছে না তোমার বেহেস্তের দরজায়।
প্রত্যাখ্যানে ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছি, ধ্বংস হয়ে যাচ্ছি- আবু লাহাবের মতো।
2021-08-04