তুই কি জানিস বন্ধু মানে? কারে বন্ধু কয়?
বন্ধু হলো উদার আকাশ সারা বিশ্বময়।
বন্ধু হলো মুক্ত হাওয়া, বন্ধু মানেই নদী,
বন্ধু মানে বন্ধনহীন চলা নিরবধি।
বন্ধু হলো প্রাণের মাঝে রক্ত-গোলাপ ফুল,
মনের কথা অবাধ বলা ভুলে সকল ভুল।
বন্ধু হলো প্রজাপতি, নিত্য রঙে ছাওয়া,
বন্ধু হলো ঝর্ণাধারা জলের সুরে গাওয়া।
বন্ধু হলো খুনশুটি আর মান-অভিমান খেলা,
বন্ধু হলো ছুটে চলা উড়িয়ে মেঘের ভেলা।
ধন-সম্পদ যায় হারিয়ে, অর্থ-কড়ি সব,
তখন মনে সাহস জোগায় বন্ধুর কলরব।
বন্ধু হলো বৃক্ষ-সবুজ, অনন্ত নিঃশ্বাস,
অন্ধকারে পাশাপাশি পথ চলা বিশ্বাস।
চলতি পথে পিছলে গেলে বন্ধু ধরে হাত,
বন্ধুর নেই ধর্ম কোন, বন্ধুর নেই জাত।
স্বর্গসুখের মর্মকথা বন্ধুর প্রাণে প্রাণে,
ভালো বন্ধু জাগিয়ে তোলে পাখির গানে গানে।
সূর্যালোকের বিভা নিয়ে বন্ধু চলে সাথে,
বন্ধু থাকে সুখে-দুখে, সকল অভিঘাতে।
অন্ধকারের বন্ধুরতায় বন্ধু সহায়কারী,
বন্ধু হলো যুদ্ধমাঠে সুতীক্ষ্ণ তরবারি।
বন্ধু হলো প্রেমের চিঠি, আনন্দময় সুর,
বন্ধুর ন্যায় বন্ধু হলে জীবন সুমধুর।
অনলাইনে, ফেসবুকে বন্ধু কেহ নয়,
বন্ধু হলো প্রাণখোলা প্রাণ বুকের মাঝে রয়।
স্বার্থ নিয়ে দ্বন্দ্ব চলে যদি পরস্পরে,
সে কখনো বন্ধু যে নয় রাখিও অন্তরে।
বন্ধু হলো একটি হৃদয় বসত দুটো দেহে,
পরস্পরের শ্রদ্ধাবোধে, ভালোবাসায়, স্নেহে।
সত্যিকারের বন্ধু পেলে জগৎ আলোময়,
সফল বন্ধু নির্বাচনে ভাবিও নিশ্চয়।
2021-08-12