বাংলা কবিতা, সন্ধ্যার সিগন্যালে কবিতা, কবি কবির কল্লোল - কবিতা অঞ্চল
3.2/5 - (5 votes)

নয়-এর সাথে ছয়-এর যুদ্ধ, সংখ্যালঘু শূলে
অংকে খোকার নৌকা চলে স্রোতের প্রতিকূলে

চায়ের কাপে সাঁতার কাটা পিঁপড়েটা কী স্বাধীন!
দাবানলের মাসেই হলো ঘাই হরিনী গাভিন

কারফ্যু, তবু চাঁদ উঠেছে; সত্যি, না কি আঁকা?
চৌরাস্তার মোড়টা বোকার মাথার মতো ফাঁকা

উইকিলিকসে ফাঁস হয়েছে গোপন সালতামামি
‘ছেলেটা কার?’ প্রশ্ন করেন বিদেশ ফেরত স্বামী

ঠোঁটের ডগায় তর্জনী, চুপ; সাতান্ন ঐ আসে
টি.এস.সি-তে ঠোঁটাঠোঁটি বন্ধ শ্রাবণ মাসে

অস্তাবলের অন্ধকারে রেসের ঘোড়া বাধা
টক শো-তে এক খচ্চরিনীর টিপ্পনী খায় গাধা

বায়না শেষে ঘুমোক খোকা সান্তাক্লজের আশায়
মরুক কাপের পিঁপড়ে; এসো, আরেক চুমুক চা খাই

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments