সীমান্ত পেড়িয়ে সীমাবদ্ধ রেখে
আমার স্বাধীনতা।
রাশি রাশি তীব্র তীরে
কাঁটাতার ভেদ করে ছুটে আসে
আমার স্বাধীনতা।
বাম বাম ডান ডান করে
দেশ মোদের; বন্ধ করে
আমার স্বাধীনতা।
এই স্বাধীনতা,
আমি হতে চাই উড়ন্ত মুক্ত বিহঙ্গ।
যে আকাশে,
বামের রাজত্ব নয়,
ডানের রাজত্ব নয়।
রাজত্ব করবে শুধু মুক্ত বিহঙ্গ।
2021-07-01