সেদিন রাতে যখন ঠিক বিষাদ কুয়াশার মতো ঝরে হৃদয়কে নোনাজলে ভিজিয়ে দিয়েছিলো,
সেদিন ইচ্ছে করেছিলো খুব চিৎকার করে কাঁদি যেমন করে চোট পেলে কাঁদে একটি ছোট্ট শিশু।
কিন্তু সেদিন আমি ঠোঁটে সিগারেট চেপে লাশকাটা ঘরের মতো নিস্তব্ধ-নিঃশব্দ ছিলাম।
কারণ সে ঘুমিয়ে ছিলে,কান্নার শব্দে ঘুম ভেঙে যেতে পারে এই ভেবে আর কান্না করা হইনি।