সুন্দরীর মুখ ঝলসে যাবে চিতার আগুনে
জ্বালানি ফুরিয়ে নক্ষত্র হারাবে মহাশূন্যে।
এক এক করে নিভে যাবে শহরের সব আলো
বিষন্ন আধাঁরের বুকের পাজড়ে হারাবে আলো।
দূষণের তীব্রতায় একদিন মরে যাবে কাঠাল গাছ
নিশ্চিহ্ন হবে প্রবাহিণীর জল মরে যবে সকল মাছ।
এমনি করে হাজারো আয়োজনের হবে অবসান
এসব রঙিন খেলার সব ধূসর সমাপ্তি!
তবু থেকে যাবে একটি জিনিস কেবল একটি জিনিস!
তার নাম দিয়েছি আমি ভালোবাসা।