বাংলা কবিতা, স্নান করে উঠে কতক্ষণ কবিতা, কবি জয় গোস্বামী - কবিতা অঞ্চল
5/5 - (1 vote)
স্নান করে উঠে কতক্ষণ
ঘাটে বসে আছে এক উন্মাদ মহিলা
 
মন্দিরের পিছনে পুরনো
বটগাছ। ঝুরি।
ফাটধরা রোয়াকে কুকুর।
 
অনেক বছর আগে রথের বিকেলে
নৌকো থেকে ঝাঁপ দিয়ে আর ওঠেনি যে-দস্যি ছেলেটা
এতক্ষণে, জল থেকে
সে ওঠে, দৌড় মারে, ঝুরি ধরে খুব দোল খায়
সারা গা শ্যাওলায় ভরা, একটা চোখ মাছে খেয়ে গেছে
 
কেউ তাকে দেখতে পায় না, মন্দিরের মহাদেবও ঢুলছে গাঁজা খেয়ে
সেই ফাঁকে, এরকম দুপুরবেলায়–
সে এসে মায়ের সঙ্গে মাঝে মাঝে দেখা ক’রে যায়।
guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Mano Bar
1 year ago

এমন কবিতা বাংলা সাহিত্যে আর নেই। জয় গোস্বামীকে শুধু এই কবিতাটির জন্যই যে কোন পুরষ্কারে ভূষিত করা চলে।