থমকে থাকা সময়
মধ্য রাতে সংশয়
অদ্ভুত সব রঙয়ের খেলায়
চোখ বুজে বিস্ময়
তোমার নামে শব্দ করা
শব্দের তালে কবিতা
তুলির আঁচড় ক্যানভাসে মোর
ছবির নাম বিষন্নতা
প্রেমের ছোট্ট গল্প বলি
বছর চারেক পুরোনো
তোমায় দেখে মাতাল আমি
স্বর্গে নতুন বাগান গড়বো
সেই স্বপ্নে হাবুডুবু
ফানুসে উড়িয়ে তোমার নাম
সময় অসময় গানের সুরে
তোমায় খুঁজি বারম্বার
তুমি প্রভাতফেরা পাখির ডাকে
মিষ্টি আলাপ করবে
হাসবো গাইবো কবিতা পড়বো
শুধু বিদায় বেলা শুনবে
সেই স্বপ্ন ভাঙন চুরমার সব
একলা বসে মর্গে
কোথায় স্বর্গ কোথায় মোর সুখ
প্রেমের কথা! তা কে শুনবে?
তুমি চললে বলে; আর এলে নাহ
আমি সেই চুপটি করেই শুনলাম
এখন মর্গে বসে গুনছি প্রহর
তুমি শ্মশান ঘাটে ছুটলে।