কতশত চেনা মুখ
অন্ধকারে সবাই চুপ
রাত্রিবেলা এ দাড় থেকে ও দাড়
মাথা গোজানোর ঠাই খুঁজেই সময় পাড়
নিজ তাগিদে কতনা প্রেম
অনন্তকালের বন্ধনের খেল
তাগিদ শেষে প্রতিদানের- বেলা
কেউ না কার, জীবন করে খেলা
যত্রতত্র রঙ বদলানো মানুষ
হিংসার আগুন উড়িয়ে দেয় ফানুশ
সেই ফানুশে প্রেম ছিল বাঁধা
রাতের আকাশে তারারাও বড্ড একা
মনের ভেতর অজানা এক ভয়
পরাজয়ে ক্লান্ত-খ্রান্ত হৃদয়,
চুপচাপ-হাসিমুখ, মেনে নিয়ে কয়
নিজ হারে দুঃখ নাই, তোমার হলো জয়।
পুরানো কনক্রিট, শেওলা জমে ছাই
রাতের আঁধার পথ না খুঁজে পাই
ভোরের আলো আসবে কবে হায়
ছাই পুড়িয়ে ভেবে যাচ্ছি তাই
মোমের পুতুল জ্বলছে এখন একা
খোলা চিঠি, পরে আছে ফাঁকা
চিঠির শেষে, ইতি- তোমার ছায়া
প্রেয়সীর হাসি ছলনা- নাম তার মায়া।