আমার বদ্ধ ঘরে যেই তুমিহীনতার মোহ
সেই মোহ আমার ব্যাকুলতার নির্দয় কারণ
আমার প্রকাশ করতে চাওয়া সব অনুভূতির বারণ
আমার একলা রাতে গ্রাস হয়ে যাওয়া সব স্মৃতির মরণ
আমার বদ্ধ ঘরে যেই তুমিহীনতার ছাপ
সেই ছাপ যেন আমার দেহের সাথে মিশে থাকা ছায়া
যেন আমার প্রতি নিঃশ্বাসে নিঃশব্দে কাঁদতে থাকা কায়া
যেন আমার পুরোটা জুড়ে অবিরাম চলতে থাকা ছায়া
আমার অদ্ভুতরে সেই ঘর
যেখানে রঙ ছিলো, স্বপ্ন টাঙানোর বোর্ড ছিল
আজ সে ঘরে তুমি নেই
রঙের কৌটো পড়ে আছে, কোন তুলি নেই
নোটিস বোর্ড আলপিল এলোমেলো, কোনো স্বপ্ন টাঙানো নেই
আমার বেরসিক ঘরে আজ
নেই কোনো বিলাসী অনুভূতির চিহ্ন,
নেই কামনায় জর্জরিত প্রলয়,
আছে বিষাদ; আছি আমি, কেবল আমার তুমিই নেই।