হারতে শিখিনি বোন, নেমেছি যে সংগ্রামে
কাপুরুষ নই যে; প্রাণের ভয়ে যাবো থেমে।
সংগ্রামে ঝাঁপাবো আমরা দুই ভাই বোন
তুই অগ্নি আমি তুফান হয়ে,
মেঘে তোর গর্জন থাকবে যতক্ষণ ।
ছোট কুড়িদের সংগ্রামে আমরা,
হবো না কখনো ক্লান্ত।
দেহ বল, মন বল আছে যতক্ষণ;
সংগ্রামী আমরা দুই ভাই বোন আজীবন।
কাপুরুষের মতো মুখ বুজে,
থাকবো না আমরা চুপ করে,
অধিকার আদায়ে করবো না,
কারো কাছে মাথা নত।
মাথা উঁচু করে বাঁচার মতো বাঁচবো।
স্বার্থ লোভে যারা গড়েছেন, টাকার পাহাড়
আমাদে সংগ্রামে পাবে না, কেউ কোন ছাড়।
বোন আমরা যে সংগ্রামী,
এটাই আমাদের পাগলামী,
হারাবার ভয়ে আমরা, নইতো কখনো ভীরু
আমাদের সংগ্রাম,
আজ থেকেই নয় তো শুরু ।
2023-01-06