আরো কত দূর আরো কত পথ আছে
ঘুরে ফিরে আমি আসছি তোমার কাছে
এই পথ চির অন্তবিহীন জানি
কন্টক জরা ক্লান্তি বিষাদ ঘানি
ক্লান্তি আমার পরাজয় আনে যদি
তুমি বয়ে চলো আমার তৃষার নদী।।
এই পথে জানি যেতে হবে বহু দূর
তুমি সম্মুখে চলিবে যে গান গেয়ে
আমি পশ্চাতে বাঁধিবো তাহার সুর
এই সংসার সাগরের জল নেয়ে।।
যেতে যেতে যদি কখনও হারাই পথ
বাধার পাথার পেরিয়ে না পাই দিশা
তুমি আলো হয়ে ঘুচিয়ে সে অমানিশা
সারথী আমার টেনে নিও মোর রথ।।