এই সবুজের আমিও নিতুই সাথী
ওরে বিহঙ্গ মেলিয়া অঙ্গ
আয় উল্লাসে মাতি।
যদিও সন্ধ্যা আসিছে মন্দা
শালিকের পাখা চড়ে
নারিকেলের ঐ দোলানো শাখায়
কাকেরা ফিরিছে ঘরে
সময়ের স্রোতে কেটে যাবে ফের
এই দুর্যোগ রাতি
ওরে বিহঙ্গ মেলে দে অঙ্গ
বুনো উল্লাসে মাতি।
ঘন কালো মেঘে ঢাকা আকাশে
গর্জন শুনি অঝরের
ঝড় শেষে মোরা মিলিবো আবার
আলোরা আসিবে ফজরের
সেই নব ক্ষণে সই পাতিয়ে
জমাবো চড়ুইভাতি
ওরে বিহঙ্গ উড়িয়ে অঙ্গ
সবুজ সবুজে মাতি।