শুকিয়ে গেছে গুল্ম লতা নাম না জানা
সব পাহাড়ি ফুল
মরে গেছে কাঠ ফাটা রোদে
লেকের পানি নেমে গেছে খেয়া ঘাটে
বাঁশের সাঁকোতে পার হয় জন মানব
মাঝে মাঝে দমকা হাওয়ায় তুলা উড়িয়ে
এসে গেছে জারুলের কাল
তবুও ল্যান্টেনা- কী দারুণ স্নিগ্ধ সুশোভিত
এইখানে ওইখানে পাহাড়ের ঢাল।
2022-03-20