3/5 - (1 vote)

যখন রাত্রির গভীরে হঠাত
হাতটি ছড়িয়ে দিয়ে খুঁজবে-
বুঝবে-
এই বুকখানি কতটা প্রশস্ত ছিল

নাইটকোচে ঘুমে এলিয়ে পড়ে
খামচে ধরতে চাইবে
শার্টের বুক – পকেট – বোতাম-
ঘুম ভেঙ্গে যাবে
নিরাশায় চোখ দুটি বুঁজবে-
বুঝবে-
এই বুকখানি কতটা অটল ছিল
তোমার ভার নিতে

আর যদি কোনও কালে
যমুনার কুলে যাও
আমি আর থাকবো না
এ নদীর ঘাটে
জনে জনে পুছবে-
বুঝবে-
এই কুলে কতখানি ঢেউ ছিল

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments