ওই দূরে নীলাচল।
নীলা চল,
যুগ যুগান্তরের সব ব্যর্থতার ইতিহাস
পিছে ফেলে কুড়াই পথের ধারে
ঝরা পাতা, শিউলী, শিশির ভেজা দুর্বাঘাস।
ওই যে নীলগিরির পথে
ফুটে আছে একটি দুটি নীলোৎপল।
নীলা চল,
কবিতা বিলাস কিংবা ছবির শখ ভুলে
ছিঁড়ে ফেলি ওই দুটি বোঁটা তুলে।
ওই দূরে সরোবরে,
নীলা চল
করি জলকেলী।
নগরীর কোলাহল ভুলে
ঢেলে কয় ফোঁটা পদ্ম পাতার জল
আবার হংস মিথুন খেলি।