সেই কবে আমাদের প্রথম দেখা
প্রথম পরিচয় প্রথম আলাপ
এতদিন পর আজ আবার এসে
চলে যেতে চায় মন সে দিনগুলোয়
কেন যে সে দিনগুলো পেরিয়ে এলেম
ছোট্ট সে জীবনের ছোট ছোট প্রেম
হাসি আর কান্নায় মেশা সে জীবন
কিছু ব্যথা কিছু সুখ কিছু অভিমান
শত রাগ অনুরাগ বিরহ বিলাপেও
একটুকু হাসিতেই ভরে যেতো প্রাণ
সেথা পাতার ফাঁকে ছিল আলোকের দেখা
যত কথা ছিল তাতে সুরের রেখা
যেথা তুমিও ছিলে আর আমিও ছিলেম
ছোট্ট সে জীবনের ছোট ছোট প্রেম