আজ কীভাবে যেন হোলো আউলা মতি
কাঁদে তনুমন আনমনে বাউলা রতি
হেরি চঞ্চলা বিহবলা দিলখোলা তার
রূপ বাড়ায়ে দিল বুঝি দিলে হাহাকার
তবু ক্ষণে ক্ষণে হেরি তার নয়ন পানে
বুঝি ধরাশায়ী হয়ে গেনু মদন বাণে
একি আঁখি দুটি নাহি সরে বিন্দু থেকে
যেন তুলিয়া আনিবে খনি সিন্ধু থেকে
আজ যায় দিন ঘুম হারা কাটে যামিনী
আর ওই দিকে চুম হারা কাঁদে কামিনী
এ যে দুটি হিয়া তিয়াসায় করে চিৎকার
তবু ছন্দ না করে করি আ-কার ই-কার
শেষে থরথর উম্মন কাঁপে দেহ মন
বাজে বিনা তারে সঙ্গীতে শ্রী রাধা রমন