পাঁচ শব্দে দশ কবিতা
১.
হাসির চেয়ে বিষ বেশি ঠোঁটে।
২.
চোখ খুললে আকাশ এবং আগুন।
৩.
মরানদীর বুকে দুঃখ জমা রাখি।
৪.
বেপরোয়া নদী ঝাঁপায় দুরন্ত রাখাল।
৫.
সব রাখাল কৃষ্ণ নয়,শকুনিও।
৬.
কুঞ্জপথের ধুলো মাখে মধুগন্ধ ক্লোরোফর্ম।
৭.
উঠোনের ঘাস প্রতিবাদ গন্ধ মাখেনি।
৮.
সূর্যতেজ ধুয়ে দেয় যাপনের ক্লেদ।
৯.
কবন্ধের হাসির শব্দে প্রত্যয়হীন কারুণ্য।
১০.
মৌটুসীর সুরে নগ্ন হয় ফুল।
©