Review This Poem

টিলা || জয়ন্ত চট্টোপাধ্যায়

চূড়ায় উঠলেই উচ্চতার সংজ্ঞা বদল
অথচ এ বামনত্বে কোনও নেগেটিভ লেজ নেই
কী বিপুল প্রান্তর জুড়ে দাবা ছক আর লিলিপুট গুটি
ছোটোঘর নিকোনো উঠোন বেয়ে ডুবে যায় শিশুমুখ
হিমের গন্ধ মেখে কমলা ডানায় সে এক গেরস্ত মানুষ
অলস উনুন জানে একশো দিনের হিসাব আল বেঁধে ঘুম
মোরগ ডাকের টাইম ঘড়ি স্বপ্নবদলের প্রত্যক্ষী
সারারাত হিমগন্ধ হাওয়া উঠোনে জিলিপি দৌড় খেলে
গুটিকয় নিশিজীব নিত্যকাজে ধুলো মাখামাখি
খিদে নামে শত্তুরটি জানে ঘুমভাঙানোর হুল নিশিপাক
আবার লাল হলুদ সবুজের খেলা জোড়াতালি যন্ত্রে
প্রাণের প্রয়াস সাক্ষী থাক ঊর্ধ্বমুখ টিলা ……..

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments