কখনো ভেবেছি কি
রাতের আকাশের চন্দ্রিমাকে লাগে কেনো এতো সুন্দর, থাকলে ঢাকা মেঘের আবরণে?
মানব যখন যন্ত্রমানব, তখন চন্দ্রিমাকে দেখবে কে?
তারার রাজ্য যখন ভূ-পতিত; তখন আকাশ পানে চাইবে কে?
দমকা বাতাসের ঝাপটা, মন মাতাবে কার আজ?
ধোঁয়া উড়ানো ক্যানভাসে আজ রাতের ছবি আঁকবে কে?
ডোবার পাশের বসতবাড়ি, তাদের খেয়াল রাখবে কে?
সামনের পুকুরে উথাল-পাতাল মাছেদের উচ্ছাস আজ দেখবে কে?
ডানের নদীর স্টিমারের শব্দের সাথে অবরোহন আজ করবে কে?
তবে কি, পিছনে থাকা নগরপত্তনই আমাদের জীবনের সর্বশেষ?
2020-08-30