মৃত্যুপরাপন্ন এক সংকটাপন্ন জীবনের সকল অধ্যায়ের সমাপ্তি,
ছোট অক্ষরে ব্যয়িত কবিতার মর্মার্থ,
বাইরের বাতাসের মৃদুমন্দ ছোঁয়া,
সকল চিন্তাধারাকে উর্ধ্বে তুলে নেয়াকে জীবনের চেয়ে বেশি অর্থবহ মনে হওয়া,
মৃত্যুকে আলিঙ্গন করবার ক্ষমতার আসনে আসিন হওয়া,
সকল ব্যর্থতাকে পিছনে ফেলে চলে যাওয়া;
মৃত্যুই সর্বাপেক্ষা উত্তম।
2020-09-14