বাংলা কবিতা, মুক্তির প্রত্যাশায় কবিতা, কবি যাররাফ রহমান রাশহা - কবিতা অঞ্চল
4.3/5 - (3 votes)

কবিতাংশু প্রেমানন্দে নিবেদিত করিয়া রচন ;
ভাবগম্ভীরতার প্রগারতায় দাঁড়াইয়া মগ্নত চিন্তায় চিন্তিত মোরা কজন ।
হচ্ছে কি? হবে কি? ধারণার অতীতপ্রান্তে দাঁড়াইয়া ভাবি মোরা-
আসিতেছে কি সূর্যের কিরণ মোদের দিকে, করতে আলোকিত মোদের দারপ্রান্তের ক্ষীণালোক দিশা?
পশুটি মনেতে অন্ধকারাচ্ছন্ন আকাশেতে দেখা মিলে না যে সূর্যের কোমল ছোঁয়ার;
মনেতে তাই আজ ঘর বাঁধিয়াছে জরাজীর্ণ পোকাটেরা।
মনস্তত্বে আজ তাই হাহাকার, হাহাকার মুক্তির জন্যে,
মিলবে কি আদোও সেই কোমল কিরণ সূর্যের, দূরীভূত করবার জন্যে শ্যামকে?

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments