বসে আছি আজ আমি শূন্যের সাথে,
আসবে বলে এক সাদা মেঘের জন্যে;
শরতের পরের হেমবর্ণের অপেক্ষায়,
এক মিথ্যে কবিতার প্রত্যাশায়।
2020-09-02
বসে আছি আজ আমি শূন্যের সাথে,
আসবে বলে এক সাদা মেঘের জন্যে;
শরতের পরের হেমবর্ণের অপেক্ষায়,
এক মিথ্যে কবিতার প্রত্যাশায়।