শূণ্যে গমন রথের সাথে পাল মিলানোর ইচ্ছেতে,
সময় ক্ষুন্ন করে চলি আমার মতোন এক অলুক্ষনে।
আকাশ ছুঁতে নেই বাঁধা তবে বাঁধা আজ অনেকগুলো,
আমার মতোন করে উড়ি বলে আজ সমস্যা সবার জন্য।
সমাধান পাবার সময়গুলোতে থাকে না কোনো পাখির বার্তা,
সমস্যা উড়ে চলে গেলেই আসে ফিরে অতিথি পাখির আগমনী বার্তা।
মেঘ ধরবার ইচ্ছেতে মনকে তুলতে হয় সেই বোঝা,
মনের সময় তবে যায় ফুরিয়ে করতে যেয়ে সেই পাখির সেবা।
2020-09-01