ধর,
আমাদের মনেপড়াগুলো দূরে গেল। গেল ফুল ফুটতে, ফসল ফলতে
বনে আগুনের প্রতিবাদে- জলে আগুন দিতে।
কিংবা মানুষের সঙ্গে সবুজের দূরত্বের ইতিহাস লিখতে।
আমাদের দেখাগুলো গেল দৃশ্যের সাথে ছায়ার সম্পর্ক বুঝতে
দু’দিনের বাঁকা চাঁদের মতো তোমার অভিমান খুঁজতে,
অথবা তোমার কপাল ছোঁয়া একটি বিশেষ নীলের খোঁজে
পাহাড়ের তলদেশে…
ধর,
আমাদের মনেপড়াগুলো দূরে গেল, গেল ফুল ফুটতে, ফসল ফলতে।