বৃষ্টিস্নাত দিনে কাঁটাবন মোড়ের
জেব্রাক্রসিং ধরে হেঁটে চলা প্রেমযুগল দেখে
আমার হিংসা হয়
শীত পালানো সময়ে
একটু চুমুর অভাবে
ক্রমশঃ ফাঁটছে ঠোঁট
আমি দেখি চলন্ত রিকশায়
চুমু খাওয়া প্রেম,
আমি দেখি ছাদে দাঁড়িয়ে থাকা
নবযৌবনা কিশোরীর বৃষ্টি বিলাস
শুধু দেখি না নৈকট্য বাড়ানো
আমার প্রিয়তমার মুখ
বহুদিন দেখি না, বহুদিন……..
বৃষ্টি অভিলাষী প্রেম
০৪/০২/২০২২
বিকাল ৪ঃ৪৩, কাঁটাবন ঢাল