বাংলা কবিতা, এ জীবন যাযাবরের কবিতা, কবি ঝলক গোপ পুলক - কবিতা অঞ্চল
4.3/5 - (3 votes)

বিষন্নতার পাহাড় ভেঙে
মরভূমির চোরাবালি চাই….সময়ের ব্যবধানে হাওড়ের জলে ভাসা
পানকৌড়ির জীবন,

যাযাবরের মতো জীবন নিয়ে
কোনোরকম বেছে আছি,
দাও আমাকে আরো কষ্ট দাও
ঠিক যতটা কষ্ট দিলে আমার আবার; পূনর্জন্ম হবে,

পর জন্মে অন্তত আমার এতো
কষ্ট সইতে হবে না আশা করি,
তখন ভালোবাসায় মোড়া পৃথিবীতে
কষ্ট হবে আপেক্ষিক,

এটা হয়তো আমিই ভাবছি
পৃথিবী হয়তো ভাবছে অন্য কিছু,
পৃথিবী ভাবছে আমাকে দাঁড় করাবে
তৃতীয় বিশ্বযুদ্ধের মুখোমুখি,

নয়তো দাঁড় করাবে
নিভে যাওয়া শবদেহর সামনে,
আর সেই শবদেহর মুখের কাপড় ওল্টেই দেখবো
কার্ল মার্ক্স বা ইমানুয়েলর মুখাবয়ব,

নয়তো পরজন্মে পৃথিবী আমাকে
দাঁড় করাবে জোয়ান সাউথকটের মুখোমুখি,

আমার এজীবন এ জন্মে কীংবা পরজন্মে
যাযাবরের।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments