কবিতাঅ্যা জার্নি বাই ট্রেন
কবিঝলক গোপ পুলক
লিখার স্থানরসুলবাগ, আজিমপুর, ঢাকা
লিখার সময়১৯ জানুয়ারি, ২০২২ রাত ৩.৫২ মিনিট
1/5 - (1 vote)

আজকাল আমার মনোজাগতিক কাঁটা
উল্টোদিকে ঘুরপাক খায়,
মুক্ত হতে পারছি না
চিন্তার আড়ষ্টতা থেকে!

আজিমপুর কবরস্থানের ঠিক উপরের
প্রান্তর থেকে দেখি তারার খসে পড়া,
প্যারাসিটামলের অভাবে ভোগা
এক জীবন্ত লাশ!

চারদেয়ালের ঘর, দুটো জানালা
সকালের রোদ হিচড়ে পরে,
হিরন্ময় সকাল ঘুম ভাঙায় আমার
ক্রমশঃ উত্তপ্ত হয় রেলগাড়ির ইঞ্জিন,

শুরু হয় আজিমপুর টু কাঁটাবনের জার্নি
মাঝপথে চা, সিগারেট, বিচিত্র মানুষ
তারপর ধুয়া, মুচা স্মৃতির ভাগাড়ে
রচিত হয় অ্যা জার্নি বাই ট্রেন।

Share
guest
0 Comments
Inline Feedbacks
View all comments