সন্ধ্যে নামে, আলেয়া ঘনায়
চিরাগ সাজায় চিত্তরঞ্জন
সফেদ কাগজে কলম ঘুরিয়ে
শব্দ সাজায় কবি চিরন্তন
রোজকার খেল খেলে যায়
তবু ব্যাক্ত হয়না মনের কথন
বুড়িগঙ্গায় সাঁতরে মেটায়
মনবাসনা অবগাহন
সুখ সুখ করে পাড়ি দেয় বন
পায় না খুঁজে মন
আত্মভুলে দিশাহারা
কোথায় পাবে এখন
নিয়মতান্ত্রিক সমাজরক্ষা
সাজা মনে হয় অগত্যা
সকলের তরে রাখতে মান
নিজের আত্মহনন
দিবালোকের পরে সন্ধ্যে নামে
নামে মনের পাহাড়
দূঃখগুলো বেয়ে নামে
অগ্নিবীনার ঝঙ্কার