পুরুষ হয়ে কাঁদো? পুরুষরা কী কাঁদে?
কেন! পুরুষরা কী মানুষ না?
তাদের কী মন নেই? নেই দুঃখ-কষ্ট-বেদনা?
পুরুষেরও কান্না আসে, হৃদয় নিঙড়ানো
আচ্ছা, পুরুষেরা কখন কাঁদে?
কার সামনে কাঁদে জানো?
থাক সে থাক, কিছু থাক না অব্যক্ত
শুধু জেনো পুরুষেরও কষ্ট থাকে
কাঁদতে জানে, অশ্রু গড়ায় অহোরাত্র
পুরুষকে ভালোবাস, ধরে রেখ শক্ত করে
পুরুষ- পুরুষ, পুরুষ বলে
দূর্বল তারে গড়ছো না তো?
পুরুষ বলো পুরুষত্বে, তার অনুভবকে নয়
হৃদয়ের কাছে নারী-পুরুষ কিছু নয়
অনুভুতির কোন লিঙ্গভেদ হয়না’কো
বুদ্ধদেব বলেছিলেনঃ যে নারী চুম্বনযোগ্য
তার চোখ অশ্রুতে মলিন!
তবে কী নারী কাঁদে কেবল কামে?
হবে হয়তো! তবে পুরুষ অশ্রু ফেলে
অপরাধবোধে কিংবা যখন প্রেমযোগ্য
কখনো বা একাকীত্বে, পুরুষকে ভালোবাস
পুরুষের শক্তি কী জানো?
জানো হয়তো, তুমিও তো নারী
স্বীকার করবে কেন!