Review This Poem

অবয়ব গড়ছে সময় চিহ্ন এঁকে এঁকে
তারুণ্য থেকে বয়স ঠেকেছে বার্ধক্যে
টিনেজ গল্প, টিপ্পনী-বিশিষ্ট কৌতুক,
রাস্তায় শীষ দিয়ে ইভটিজিং, অহেতুক
তোমরাই ঠিক, আমি ভুল
অনর্থক তর্কে যাওয়া বাতুল
ক্লাসবাঙ্ক, রুমডেট- প্রিয়তমার নীল জামা
খুলে প্রমত্ত প্রেমাবেগ;
একদমই সময় নেই, ব্যাকডেটেড

নয়টা- পাঁচটা অফিস বিরামহীন
মস্তিষ্কহীন করোটি চিন্তাশীল
বাসে ঝুলে সাদা শার্ট ফ্যাকাশে
পথে হেটে চোখ রাখা আকাশে
ক্রমহ্রাসমান হারে কমছে আক্কেল
কলেজ পড়ুয়া তরুণী নাম রেখেছে আঙ্কেল
সবে শুরু ক্যারিয়ার আলুরদম
পাশে বসে বকেঝকে ঊর্ধ্বতন

তার নেই ধুলো পড়া গিটারে
ভাঙ্গা গলায় গান ধরি বেতালে
উদ্দেশ্যহীন জীবনে, কি আছে কে জানে
কার তরে সময় ক্ষেপণ – কীসের দিনযাপন
তাসের ঘরের মত ভেঙ্গে যাচ্ছে আত্মবিশ্বাস
মুখে বলি ভালো আছি, দমবন্ধ – চাপা দীর্ঘশ্বাস
কোলয়েড কণার মত ব্রাউনীয় গতিতে ছুটে যাচ্ছি
যদিও জানি,
জীবনের তরে জীবনকে একদিন থামতেই হবে
চিহ্ন রেখে যাবে হয়তো যবনিকাপাত অবয়বে

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments