3.7/5 - (3 votes)

এই শহর মেতে উঠেছে মৃত্যুখেলায়
জনজীবন ভাসছে রক্তের ভেলায়!

সুমুদ্রের জোয়ারের মত আবার হানা দিয়েছে মহামারী
একের পর এক খালি হচ্ছে মাতৃকোল আর ঘরবাড়ি!

এই জগৎ জেলখানা _
রূপ বদলে তৈরী হচ্ছে মৃত্যু উৎপাদনের কারখানা।

তবুও থেমে থেমে নেই তো বেচে থাকার লড়াই
এখনো যারা ভাগ্যের জোরে বেচে আছি
প্রতিমুহূর্তেই না কত জঞ্জাল -প্রতিবন্ধকতা সরাই।

প্রতীক্ষার প্রহর গণনায় হাপিয়ে যাচ্ছে জনজীবন;
এইভাবে আর কতদিন_!
আদৌ কি ধরা দিবে সেই সুমিষ্ট সুদিন_?

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments