বয়স বেডে দাডাল ১৮, শুরু হলো আমার গন্তব্যহীনতার দোটানায় ভরা এই জীবযাত্রা!
উদ্দেশ্য -জীবন সংযোগে
নতুন এক মাত্রা।
খুবই অসহ্য লাগে এই দোটানায় ঘেরা অস্থিরতা,
এদিকে তাড়া করে বেড়ায় সেই ভয়ংকর বাস্তবতা।
শুরু হয়ে গেল জীবনযুদ্ধে নিজের অস্তিত্ব খুজে নেওয়ার লড়াই,
চারিদিকের এই ধ্বংসযজ্ঞে
তলিয়ে যায় সব সপ্ন যেন সুতা কাটা ঘুড়িটার নাটাই।
]
তারপরও প্রাণপণে বাচার চেষ্টায় ক্লান্ত পরিশ্রান্ত এই প্রাণ
ভ্রু সংকোচিত হয়ে নিজের প্রতিচ্ছবিও লাগে ম্লান,
শত সংকোচ পেরিয়ে খুজে বেডাই সফলতার ঘ্রাণ।