৬+৬/৬+২ মাত্রাবৃত্ত ছন্দ
শরতের শেষে হেমন্ত আসে
নিখিল ধরার বুকে,
ঘাসের বুকতে শিশিরের কণা
পরে ওই মহা সুখে।
নতুন ধানের সোনালি আভায়
মাঠকে লাগে যে ভালো,
হালকা বাতাসে রবির কিরণে
দূর হয় সব কালো।
শীতের আভাস নিয়ে হেমন্ত
আসে মানুষের ঘরে,
হেমন্ত রাতে মেঘহীন নভ
নানা আনন্দে ভরে।
সোনালি ফসল ঘরে এনে চাষি
মহানন্দে যে হাসে,
পিঠাপুলির-ই উত্সব দিনে
বসে স্ত্রীর ওই পাশে।
সেই সময়ের জামাই আদর
ভীষণ রকম খাসা,
বলবো কি আর সেই কথা তবে
নেইকো তেমন ভাষা।