5/5 - (2 votes)

শিক্ষাকে অবহেলা করো না,সর্বনাশ হয়ে যাবে
শিক্ষা ছাড়া কোনো জাতি,
সভ্যতার শিখরে আহরণ করতে পারে না।
মনোযোগ সহকারে পড়ো। পড়ার মর্মার্থ বুঝে পড়ে
গবেষনা করে করে পড়ো।পড়ো,পড়ো এবং পড়ো।
দেখবে সফলতা আসবে।
ব্যর্থতার কালো হাত স্বপ্নকে ধ্বংস করে।
জানি তোমার পড়তে ভালো লাগেনা
পড়তে গেলে মনে আসে নানা কুমন্ত্রণা,
কুমন্ত্রণার ছোবল তোমার হৃদয়কে ভেদ করে
তার জন্য তোমার মন পড়াশোনায় অমনোযোগী
কুমন্ত্রণাকে প্রশ্রয় দিওনা তুমি কভু
তাকে বারংবার প্রত্যাখ্যান করো।

অবহেলা হলো ব্যর্থতার পদসোপান।
ব্যর্থতা জীবনকে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছায়।
তুমি সফলতাকে ধরার জন্য চেষ্টা করো
একটু কষ্ট হলেও,দেখবে সফলতা আসবে।
ব্যর্থতা জীবনকে তিলে তিলে শেষ করে।

যদি সুখে শান্তিতে আজকের বিশ্ব বিচরণ করতে চাও
শিক্ষা ও প্রযুক্তিকে গুরুত্ব দাও। অবহেলা করো না।
গুরুত্ব দিলে তুমিও প্রত্যক কাজে সফলতা অর্জন করবে ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments