5/5 - (5 votes)

আমি কবি, আমি সেই কবি
যে কবিতার ছন্দ,তাল,লয় অলঙ্কার কিছুই জানি না।
তবুও কবিতা লেখার দুঃসাহস দেখাই
মনের মাধুর্য মিশিয়ে লিখি
মনের গোছালো অভিলাষ অবিরত।
জানি না, সেগুলো কি কবিতা ?
মনে হয় কবিতা নয়, অন্য কিছু।
তবুও লিখি,ছন্দ বিহীন পঙক্তি।
আমি কবি, আমি সেই কবি
আমি সেই অদ্ভুত কবি।
আমি দুঃখকে হিংস্র ভাবি
যার ক্ষোভানলে জীবন ব্যর্থতায় পর্যবসিত হয়।
আর সুখকে ভাবি পরশ পাথর,
যার পরশ পেয়ে জীবন উচ্ছ্বসিত হয়,
নতুন কিছু আবিস্কার করে।
যা বিহীন মানব জীবন অর্থহীন।
আমি কবি, আমি সেই কবি
যে সত্যের খোঁজ সদা বিহ্বল
মিথ্যার রোষানলে গোলকধাঁধাই
যার আঁখি সদা করে ছলছল।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments