5/5 - (1 vote)

উট যেরকম মরুর জাহাজ
মহিষ তেমন আমাদের
এই কথাতে বাজি ধরায়
নেই অরাজি সামাদের।
সামাদ কেন আমরা সবাই
কমবেশি তো জানি তাই
উত্তরবঙ্গের পথে এইটা
অনেক বেশি মানি তাই।
সামাদ বলে এই তো দাদা
আসছো কথার গ্যারেজে
উত্তরবঙ্গও মরু তো আজ
বর্ডার নদীর ব্যারেজে।
ফারাক্কা আর তিস্তাতে আজ
মরুতে সব হারালো
সেই মরুতে মহিষ যেন
উটের মতোই দাঁড়ালো।
মহিষ দারুণ ভদ্র অতি
গাড়িয়াল যেই হাঁকাতো
সবুজচেরা গ্রামে সেটা
দেখতে সবাই তাকাতো।
কিন্তু নদী উজান খেলে
ভাটির মাটি রিক্ত হয়
আবহমান দিন হারিয়ে
মানুষ পশু রিক্ত হয়।
মহিষ নিয়েই মৈষাল ভাই
সবুজে ফের ধন্য হোক
খোদার সৃষ্ট নদীগুলা
হোক সকলের জন্য হোক।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments