অথচ জীবন বিস্ময়কর,
মানুষ ভাবে সে বেঁচে আছে,
মরে যাবে জেনেও
বেঁচে থাকার এখনও অনেক বাকি।
তাঁর জানার বাইরে হাজার হাজার তারা
মরে মরে গেছে
অথচ জীবন বিস্ময়কর,
মনে থাকবে না,
একদিন মনেও রাখবে না
কোন কিছুই যাবে আসবে না,
অথচ জীবন বিস্ময়কর।
চোখের আলো কম হয়ে আসে,
তোমার মুখ ঝাপসা দেখায়
মনে হয় দূর
বহু দুরের কোন জ্যোতিঙ্ক থেকে
এলোমেলো জোছনা এসে পড়েছে চোখে,
অথচ জীবন বিস্ময়কর।