4.1/5 - (14 votes)

সে তোমায় হৃদয়ে রেখেছে।
থাকিয়া মায়ের কোলে,
সন্তানে জননী ভোলে,
কে কোথায় এমন দেখেছে॥

ভূমিতে করিয়ে বাস,
ঘুমেতে পুরাও আশ,
জাগিলে না দিবা বিভাবরী।

কতকাল হরিয়াছ,
এই ধরা ধরিয়াছ,
জননী জঠর পরিহরি।।

যার বলে বলিতেছ,
যার বলে চলিতেছ,
যার বলে চালিতেছ দেহ।

যার বলে তুমি বলী,
তার বলে আমি বলি,
ভক্তিভাবে কর তারে স্নেহ॥

মিছা মণি মুক্তা হেম,
স্বদেশের প্রিয় প্রেম,
তার চেয়ে রত্ন নাই আর।

সুধাকরে কত সুধা,
দূর করে তৃষ্ণা ক্ষুধা,
স্বদেশের শুভ সমাচার॥

ভ্রাতৃভাব ভাবি মনে,
দেখ দেশবাসীগণে,
প্রেমপূর্ণ নয়ন মেলিয়া।

কত রূপ স্নেহ করি,
দেশের কুকুর ধরি,
বিদেশের ঠাকুর ফেলিয়া॥

স্বদেশের প্রেম যত,
সেই মাত্র অবগত,
বিদেশেতে অধিবাস যার।

ভাব-তুলি ধ্যানে ধরে,
চিত্রপটে চিত্র করে,
স্বদেশের সকল ব্যাপার॥

স্বদেশের শাস্ত্রমতে,
চল সত্য ধর্মপথে,
সুখে কর জ্ঞান আলোচন।

বৃদ্ধি কর মাতৃভাষা,
পুরাও তাহার আশা,
দেশে কর বিদ্যা বিতরণ॥

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments