আমি চেয়েছি— ব্যক্তিগত স্বাধীনতা,প্রেম ও সুখ,
সাগরে ভেসে যাচ্ছি ভেবে- পথ দেখালো এক নাবিক।
আমি চেয়েছি— একান্ত আলাপে জড়ানোর সময়,
বিষাদগ্রস্ত হয়েছি ভেবে- কে যেন হাতে তুলে দিল যান্ত্রিক ভয়!
আমি চেয়েছি— পাহাড়,সমুদ্র আর দশ দিগন্ত চষে বেড়াবার অধিকার,
বড্ড মাতাল হয়ে গেছি ভেবে- রমা’দা বললো ‘ছেলেটা হয়ে গেছে ছারখার।’
আমি চেয়েছি— পৃথিবীর সমস্ত ব্যস্ত শহর নখদর্পনে থাকুক আমার,
পাগল কিংবা উন্মাদ হয়ে গেছি ভেবে- এলাকায় ছাপিয়েছে একদল উজবুক পোস্টার।
আমি চেয়েছি— সব কোলাহল ছেড়ে পৃথিবীর বুকে সন্ন্যাসী হয়ে যেতে,
নষ্ট হয়ে গেছি ভেবে- লোকে বলে ‘নিজের মতো থাকা উচিৎ আমোদ ফুর্তিতে মেতে।’
আমি চাইনি— ধরতে অনাকাঙ্ক্ষিত কোনো পথ,
তবুও চাপিয়ে দেয়া হলো আমার ওপর- ঘুমন্ত শপথ।