যাচ্ছ কোথায়? দূর বহুদূর;
কিসের আশায়? ধরতে অসুর।
ধরতে পারবে? চেষ্টা করবো;
সঙ্গে আসবো? একাই ধরবো।
আমায়ও নাও; পারবো না জান,
বিপদ আসলে? যাকগে এ প্রাণ।
থামবে না আজ? না গো প্রিয়া,
আমিও যাবো; মরবে গিয়া?
অসুর দেখবো; ভয়ানক খুব,
ভয় পাবো না; থাকবে কি চুপ?
দিচ্ছ কোথায়? থাকো ঘরে,
তোমায় ছাড়া? আসবো ফিরে।
দাও কথা দাও; দিলাম কথা,
ছাড়বে না’তো? না প্রিয়তা।
অসুর’টা কে? শুনতে কি চাও?
হ্যাঁ গো প্রিয়; আয়নায় তাকাও।