কুড়িয়ে পেয়েছি তোমার খোঁপার ফুল
উড়িয়ে দিয়েছি তা আমার অসীম নিঃসঙ্গতার আকাশে
যদি চলে যাও কোনোদিন বিরান পথ ধরে
তোমার এই ভালোবাসা থাকবে গাঢ় দুঃসময়ে।
যদি কোনো এক বরষায় নক্ষত্ররা ঝড়ে পড়ে
যদি কোনো এক কোণে পড়ে থাকা নেতাই এর মুখে কবিতা ফোটে
তবে এক চুমুক অন্ধকার দিও আমায়
আমি ধুঁকে ধু্ঁকে মরবো নাহয় স্বপ্নগ্রস্ত রোগে।
স্বপ্নগুলো আজ কাটাচ্ছে জীবন যেনো তেনো ভাবে
কেউ আসে নি ফিরে দেখতে তাদের কোনো জমকালো আয়োজনে
যদি রাত চলে যায় জোছনার অপেক্ষায়
তুমিও হারিয়ে যেও যেনো
তিলে তিলে গড়া নকশিকাঁথার মাঠে!