যদি তোমার চোখে চোখ রাখা নাহয়
যদি এই চোখের সাগরের উথাল-পাতাল বিলাপের ঢেউয়ে তীর খুঁজে না পাই
তবে চারপাশের এমন নিস্তব্ধ কোলাহলে বৃষ্টি হয়ে নেমো অমলিন সন্ধ্যায়
সেই বৃষ্টি প্লাবনের বিভীষিকা রাতে
হলুদ প্রজাপতি হয়ে আলো জ্বেলো
তোমার আমার ভেসে যেতে থাকা
নিসর্গ সুখের ঘরটায়
তোমার এক টুকরো যন্ত্রণা
চৈত্রের তপ্ত দুপুরে বাজ হয়ে পড়বো তোমার কপালে
ভালো করে চেয়ে দেখো
দুঃখ কাতর আমাদের এই জীবনে
তুমি শুধু বৃষ্টি দিয়ে গেছো
বৃষ্টি নিতে চাওনি কখনো
আচ্ছা, তোমার কি বৃষ্টি নিতে ইচ্ছে হয় না?
2021-07-12