4.5/5 - (2 votes)

আজ আমাদের মিটে গেছে সকল জাগতিক ক্ষুধা।
প্রচন্ড পিপাসার্ত হয়েও আমরা নাম নেই ভালোবাসার।
আমাদের জানা নেই রঞ্জনাদের জন্য এ পাড়ায় – ও পাড়ায় ভর দুপুরে ভীড় জমায় নাকি হ্যাংলা ছেলের দল
তবুও আমরা চাই মনের আকাশে কালো মেঘ জমুক
চোখের আড়ালে নদী জাগুক
অথবা থইথই জোছনায় উঠুক কোনো অতলান্তিক ঝড়!

আমরা কবি-র কাছে অনুরোধ করি গল্প লেখার
আর উপন্যাস কে বলি তুমি কবিতা কেন নও!
অথচ কবি আর কবিতা মিলে এত রাত দিন ফেলে
তোমাকে যে দিয়ে গেলো এক কদম বরষা!
যে বরষার জলে ছন্নছাড়া হয়ে তুমি বয়ে গেলে মোহনায়!

তবুও শরতের অনন্ত নীল ভোরে কোন এক দুঃস্বপ্ন দেখে লাফিয়ে উঠে যদি ভাবো
আমি কি প্রেমিক?
তবে বলি তোমার আকাশে আজও উঠেনি একাদশী চাঁদ।
তুমি হয়ে ওঠোনি কবি,
তুমি বুঝবে না এই জন্মকাল কবিতা আর গল্পের তফাৎ!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments