4/5 - (1 vote)

আমাদের আটপৌরে সমাজের স্রোতে হারিয়ে যায় মরীচিকা ময় জীবনের রেশ
আমরা জানি না কার আছে দুঃখ, কষ্ট, ক্লেশ
জানতে চাই না কোথায় হারিয়ে যায় সম্পর্কের ধ্বংসাবশেষ ।

আমরা কাটিয়ে দেই জীবন চার দেয়ালের সলিটারিতে
হাঁপিয়ে ওঠে জীবন কোনো এক সন্ধ্যা নামার আগে
তবুও ক্লান্ত চোখে, অভিমান শোকে
আনমনে বলি কি ভীষণ ভালোবাসি অস্পৃশ্য কল্পনাকে।

গ্রীষ্ম দহন, বর্ষা কাঁদন সব ছাপিয়ে অকাল বসন্ত বিকেলে আমরা উদার হই।
তাই হয়তো আমরা ভালোবাসি,
তাই হয়তো অপেক্ষা করি ভালোবাসার,
তাই হয়তো রক্তে নেশা চেপে বসে প্রচন্ড প্রেমিক হবার!

তবুও সব শেষে, একলা আঁধারে আমরা ফিরে আসি,
কথার আঘাতে পিষ্ট হয়ে ভেঙ্গে পড়ি
সেই আঘাতের শেষটা ধ্বনিত ন্যাপকিন, রুমাল আর পরিত্যক্ত চার দেয়ালে!

বলছি,
এই পরিক্রমা আর কত?
এই দৃষ্টিহীনতা আর কত?
সময় হয়েছে এবার, সময় হারাবার!
ঠুকে দাও পেরেক, লিখে দাও এপিটাফ!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments