কে বলছে তোমায় ওষুধেই সারে জ্বর, পথ্য মাফিক চলে!
জ্বর সেরেছে আমার তোমার দেওয়া নিছক উদবাস্তু কিছু প্রেমে!
কে বলছে তোমায় জ্বর হয়েছে আমার বৃষ্টি ভিজি বলে!
বৃষ্টি মিছে ছিলো, ঋণটা ছিলো বেশি অভিমানী ঝড়ে!
কে বলেছে তোমায় মরতে শেখাও আমায় অকাল শ্রাবণে!
মরেছি সে কবেই, তোমার ছোঁয়ার তাপে
কী ভীষণ হরষে!