জনৈক হৃদপিন্ড, গুটিশুটি মেরে বোস,
পায়চারী কর, হাঁটো সারা ঘর জুড়ে;
শুধু দরজাটা খুলো না।
জানো না দরজা খুলে বেরোলেই কতগুলো বছর বাষ্প হয়ে যায়?
কত পথ চুপ হয়ে যায়
শব্দ একটা আঁশটে বস্তুবাদ ছাড়া কিছু নয় তোমার জন্য…
পৃথিবী একটা ক্লান্ত প্রদীপ ও হতে পারে,
জিতে যাওয়া মোম হয়ে গলে পড়ে সবাই,
কি দুর্গন্ধ আসে জিতার সংজ্ঞা থেকে…
তুমি বরং চিৎকার কর হৃদপিণ্ড,
দেখ দরজা খুলে যাবে পৃথিবীর প্রচন্ড বিষন্নতায়…
তোমায় জড়িয়ে ধরবে,
তোমরা হেরে গিয়ে মৃত্যুর সবচেয়ে সুন্দর দৃশ্যপট হবে!