বিস্তৃত নির্দয় কালে,
কত নির্ভরতার দেয়াল গেঁথে কষ্টে হেসেছি।
নিজেকে হারালে দুঃখত্তাপ নিয়ে সরে যায় মাটি
তখন গভীর আঁধারের ভয়ে বলি “ভালো আছি”।
পতন যতটা নিশ্চিত হয়,
ততটা ভারী হৃদয় নিয়ে সূর্যাস্তের দিকে ছুটি
অসংলগ্ন পথে ছুটি ঈশ্বরকে ফাঁকি দিয়ে!
জানি একা একা কতটাই বা হয়!
তবু কেউ ভুল করে যদি দেখায়
নদীর রাত্রি রঙে কত স্বপ্ন জ্বলে ওঠে!
কিছুক্ষণ বেশ বাঁচতে ভালো লাগে।
বিস্তৃত নির্দয় কালে,
আকাশ ছুতে যে অনেক দেরি!